মানিকগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ শহীদের পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা করে বিতরণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। ডিসি ড. মানোয়ার হোসেন মোল্লা, এসপি ইয়াছমিন খাতুন, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।