কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফের অভিযানে ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে- একটি ঝুঁটি শালিক, দুটি দেশি টিয়া, ছয়টি চন্দনা টিয়ার বাচ্চা, পাঁচটি দেশি ময়না। এ সময় পাখি শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক বা জরিমানা করা হয়নি। গতকাল সদর উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পোড়াদহে ‘কাউছার ভাই’ নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশি পাখি বিক্রি করে আসছিল। অভিযানকালে ভেড়ামারা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, শাহাবউদ্দিন মিলন, মো. জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন।