দীর্ঘ প্রায় ১৭ বছর পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বিকালে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে নেতা-কর্মীরা ডিআইটি মাঠে আসতে থাকেন। নেতা-কর্মীদের খ খ মিছিলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।