বরগুনার আমতলী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের আট নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বরগুনার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন। আসামিরা হলেন- আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসান, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দীন মেলকার, হাবিবুর রহমান মীর, হানিফ দফাদার, সুমন প্যাদা, সোহাগ প্যাদা, বাদল প্যাদা ও সাইদুল ইসলাম। ২০২৪ সালে আমতলী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন থানায় মামলা করেন।