দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় লন্ডপ্রবাসীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কিশোরগঞ্জ : ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক মোল্লা (৩৫) নামে এক লন্ডনপ্রবাসী নিহত হয়েছেন। গতকাল দুপুরে জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। মোস্তাক সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লা) ছেলে।
চট্টগ্রাম : মঙ্গলবার রাতে নগরের লালখান বাজার ইস্পাহানি মোড়ে বাসচাপায় রিয়া মজুমদার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই রাতে পটিয়ার থানা মহিরা নুরিয়া মাদরাসা এলাকায় সড়ক পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয়েছেন অজ্ঞাত এক নারী। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যশোর : গতকাল সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে রাস্তা পার হওয়ার সময় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয় উর্মি খাতুন (১৪) নামের এক কিশোরী।
বগুড়া : গাবতলী উপজেলায় বালিবাহী ট্রাকের ধাক্কায় প্রিন্স (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বরিশাল : বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সকালে অজ্ঞাত বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা : গতকাল দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সামসুল হক নামে এক মাদরাসা সুপার মারা গেছেন।
দিনাজপুর : চিরিরবন্দরে সকালে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রিয়ায়েদ হক ওরফে বাঁধন (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রংপুর : মঙ্গলবার রাতে জেলা শহরে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় আসওয়াদ হাসান আরাভ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম : সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২৩) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ।
সিরাজগঞ্জ : গতকাল সলঙ্গায় বাসচাপায় জাহিদুল ইসলাম টিক্কা (৪০) নামে এক ইউপি সদস্যদের মৃত্যু হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মারা গেছেন এর চালক জাহাঙ্গীর হাওলাদার।