বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফেনী সীমান্তে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি। পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। জানা যায়, অজ্ঞাত পরিচয় কয়েকজন বাংলাদেশির সহায়তা নিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত গমনের উদ্দেশ্য ওই বিদেশি এখানে আসেন। ফেনী-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।