লালমনিরহাটে শাকিল (১০) নামে এক শিক্ষার্থীর লাশ গতকাল সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক জানান, শিশু শাকিলকে অপহরণ ও হত্যায় এরই মধ্যে তিনজনকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক সোহানের দেওয়া তথ্যেই শাকিলের লাশ উদ্ধার করা হয়। অপহরণ ও হত্যার কারণ এবং ঘটনায় কারা জড়িত জানতে তদন্ত ও আটকদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।