লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭০০ কেজি মাছ, চারটি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় তাদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় আটক জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কমলনগরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।