নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরীতে মাছ লুট করা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৩৫-৪০ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরেই খালিয়াজুরী উপজেলার বিভিন্ন জলমহালে পলোবাইছের নামে মাছ লুট হয় অভিযোগ রয়েছে। গতকাল সকালে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোক খালিয়াজুরী হাওরের বিভিন্ন জলমহালে আসেন। রসুলপুর ঘাটে নৌকা দিয়ে পার হতে গেলে চালক পার করতে অসম্মতি জানান। নৌচালকদের সঙ্গে বিরোধে জড়ায় মাছ লুট করতে আসা ব্যক্তিরা। ধীরে ধীরে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে পলোবাইছারদের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষে জড়ান। এদিকে কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল কান্দা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূল সতাল কান্দা গ্রামের আবদুল জব্বার, রেনু, কুতুব ও তাদের লোকজনের সঙ্গে একই গ্রামের আবাল হোসেন, এরশাদ, আরশাদ, হুমায়ুন ও আবুল হাসেমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সকালে একটি পক্ষ জমিতে কাজ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।