জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে ধর্মঘটের ৩০ ঘণ্টা পর জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাস মালিক সমিতি ও পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, গত ২ মার্চ বাসে অগ্নিকাে র ঘটনার সঙ্গে জড়িত ও গত সোমবার বাস শ্রমিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে জামালপুর থেকে রাজধানীসহ সারা দেশ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার দিনব্যাপী কয়েক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের বাস চলাচল ধর্মঘট প্রত্যাহার করে নেন পরিবহন শ্রমিকরা।
বৈঠকে উপস্থিত ছিলেন- জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ওসি নাজমুস সাকিব, পরিবহন মালিক সমিতির সাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।
সোমবার দুপুর ২টা থেকে জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশ এবং অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। হঠাৎ বাস ধর্মঘটের ডাক দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন এই রুটে চলাচলকারী যাত্রীরা।