ইফতারির পর বেঁচে থাকা দুটি কমলা চুরি করে খাওয়ার অপবাদ দিয়ে এতিমখানার এক ছাত্রকে স্টাম্প ও ডাল দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাগর হোসেন ওই এতিমখানার আবাসিক শিক্ষার্থী ও বাড়িবাথান দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। গতকাল ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাগর জানান, সোমবার ইফতারের পর দুইটা কমলা স্যারদের না জানিয়ে আমি খেয়েছিলাম। এ নিয়ে কয়েক স্যার আমার ওপর ক্ষুব্ধ হন। পরে লাঠি ও ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আমাকে মারধর করে। এ অভিযোগের বিষয়ে জানতে মাদরাসার শিক্ষক ইমরান হাওলাদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ওই এতিমখানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। সদর থানার ওসি আবাদুল্লাহ আল মামুন জানান, নির্যাতনের কথা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।