হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের লোকজনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। দুপুরে অটোরিকশা স্ট্যান্ড দখলে নেওয়ার চেষ্টা করে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন। এতে বাধা দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার লোকজন। এর জেরে বিকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-পবিপ্রবি ক্যাম্পাসে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর আগমন ঘিরে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে গতকাল এ ঘটনা ঘটে। দলীয় ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবি দিবস উদ্যাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে ক্যাম্পাসে আসেন আলতাফ হোসেন চৌধুরী। তার আগমন কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুমকী থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।