রাজশাহীতে পিকনিক বাসের পেছনে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। অক্ষত রয়েছে বাসে থাকা অর্ধশত শিক্ষার্থী। ট্রাকচালক সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নগরীর বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহত চালক নগরীর চন্দ্রিমা থানার বার রাস্তার মোড়ের মতি ড্রাইভারের ছেলে।
জানা যায়, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক একটা বাসকে ধাক্কা দেয়। বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের চালক জানান, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। অন্য বাসে যাত্রীদের পাঠানো হয় পিকনিকে। মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুরা পিকনিকে যেতে পেরেছে।