‘তোমরা আমার পৃথিবী ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে’ এ স্লোগান নিয়ে মহান আল্লাহপাকের কোরআনের আয়াতে অনুপ্রাণিত হয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করছেন দুই সহোদর। গতকাল দুপুরে তাঁরা নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান। তাঁরা হলেন- হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন। তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওলিয়াচড় এলাকায়। তাঁদের বাবা মাহমুদুল আলম গিয়াস একজন শিক্ষক।
তারা জানান, গত ২৬ জানুয়ারি নিজ জেলা মাদারীপুর থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর দীর্ঘ ২২ দিন পায়ে হেঁটে গতকাল ২৩তম জেলা নাটোরে আসেন তারা। নাটোর হয়ে তারা রাজশাহীতে যাবেন।