লালমনিরহাটে পাথরভর্তি ট্রাক থেকে দুই কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- চালক সবুজ মিয়া (৩২) ও সহকারী রাকিব হাসান (২০)। রবিবার রাত ১১টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। সবুজ মিয়া পৌরসভার খোচাবাড়ি (বিডিআর) এলাকার মৃত মনছুর আলীর ছেলে ও রাকিব মিয়া শহরের হাড়িভাঙ্গা এলাকার সাজু মিযার ছেলে। ওসি মোহাম্মদ নুরনবী এর সত্যতা নিশ্চিত করেছেন।