বগুড়ার সোনাতলায় একটি বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার হয়েছে। পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)-এর সদস্যরা গতকাল দুপুরে উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়া থেকে এটি উদ্ধার করে। পরে গন্ধগোকুলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গন্ধগোকুল নিশাচর খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে। আর লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। অন্য খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।