নাঙ্গলকোটে বিএনপির আয়োজনে বুধবার কালেম গ্রামে নজির আহমেদ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভার প্রস্তুতি চলছে। এ জনসভা স্থলের ২০০ মিটার দূরে একই দিন উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুত হচ্ছে আরেকটি জনসভা মঞ্চ। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রুপের অনুসারীদের মাঝে। রবিবার রাতে জনসভা স্থলে উভয় পক্ষকে মহড়া দিতে দেখা গেছে। সর্বশেষ রাতে সভামঞ্চের পাশে অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, একটি অভিযোগ পেয়েছি।
ইউএনও আল আমিন সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে আলাদা আলাদা স্থানে জনসভা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।