বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম পৌর এলাকার অসহায় ৭০০ জনের মধ্যে গতকাল দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কুড়িগ্রাম আলিয়া মাদরাসা মাঠে আয়োজন করা হয় বিতরণ অনুষ্ঠান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক বি এম খুদরত ই খুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।