হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত পত্রে কমিটি বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১৭ অক্টোবর অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগরকে আহ্বায়ক ও সামছুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৫ বছর অতিবাহিত হলেও নেতারা ৫টি ইউনিয়নে কাউন্সিল বা সম্মেলন করতে পারেননি। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কমিটি বাতিল করা হয়েছে।