বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের ওপর র্যাগিং করার ঘটনায় ৫৩ জন অভিযুক্তকে শনাক্ত করেছে হল প্রশাসন। তাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী হলের বৈধ আবাসিক শিক্ষার্থী এবং বাকি ২৫ জন নন অ্যাটাচটভাবে হলে অবস্থান করছিলেন। বৈধ আবাসিক শিক্ষার্থীদের এক বছরের জন্য হল থেকে বহিষ্কার এবং নন অ্যাটাচটদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব অ্যাটাচট হলে ফেরত পাঠানো হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক বজলুর রহমান মোল্যা গতকাল সকালে এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানান প্রভোস্ট। তিনি আরও জানান, অভিযুক্তরা রবিবার দিবাগত রাতে নতুন ভর্তিকৃত ছাত্রদের র্যাগিং করে। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকারও করেছে।