টেকনাফে র্যাব ও বিজিবির পৃথক অভিযানে সোয়া ৩ লাশ ইয়াবা, নগদ টাকা ও মিয়ানমারের মুদ্রাসহ (কিয়াট) দুই কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের একজন রোহিঙ্গা নাগরিক। কক্সবাজারের র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) কামরুজ্জামান গতকাল জানান, র্যাব সদস্যরা শনিবার রাতে টেকনাফের মধ্যম জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেন। পরে তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা এবং ৪ লাখ ২০ হাজার টাকা ও মিয়ানমারের ৫ লাখ ৫ হাজার কিয়াট (মুদ্রা) উদ্ধার করা হয়।
এদিকে টেকনাফ উপকূলে মাদক নিয়ে অনুপ্রবেশকালে গতকাল ভোরে মিয়ানমারের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। গ্রেপ্তার আবদুর শুক্কুর (২১) মিয়ানমারের রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে। মামলার পর জব্দকৃত ইয়াবা এবং উদ্ধার টাকা ও মিয়ানমারের মুদ্রাসহ তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ও বিজিবি।