বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়। আফছানা বিলকিস গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। গতকালই এ নির্দেশনা কার্যকর হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর সত্যতা যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে ভিডিও কেলেঙ্কারির ঘটনায় সত্যতা মিলেছে। তদন্ত কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে গত রবিবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে।