সিলেটে আগের রাতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ গতকাল সকালে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মো. মাহমুদ আলী (৬৫) নামের ওই ব্যক্তি পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
পরিবার ও স্থাানীয় সূত্র জানায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন বাদ জুমা তার বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। গতকাল সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানখেতে স্থাানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশের পাশে তার ব্যবহৃত টর্চলাইট, জুতা এবং একটি হ্যান্ডগ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।
স্থাানীয়দের দাবি, মাহমুদ আলীর মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে। জকিগঞ্জ থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।