রাজধানীর গুলিস্তানে ফুটপাতের জায়গা দখলবাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ পাওয়া গেছে মোজাম্মেল হক মজুর বিরুদ্ধে। তিনি ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতির সভাপতি। কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের বঙ্গবাজার কমপ্লেক্সের ৫৯১টি দোকান বরাদ্দে অনিয়ম ও জালজালিয়াতির অভিযোগ অনুসন্ধানে গিয়ে মজুর সম্পদের পাহাড়ের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, প্রতি দোকান বরাদ্দের নামে অবৈধভাবে ৭ থেকে ১৫ লাখ টাকা করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এর আগে সম্পদের বিবরণ এবং আয়ের উৎস জানতে গতকাল মোজাম্মেল হক মজুকে তলব করে দুদক।
সংস্থাটির সহকারী পরিচালক আরিফ আহম্মদ গত ১৩ এপ্রিল এক চিঠিতে তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এ হাজির হতে বলে।