বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে কী জবাব দেব। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্লোন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন।
রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেপ্তার হয় না। যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে তারা কীভাবে এখনো বহাল তবিয়তে থাকে? রিজভী বলেন, এরাই গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণকারী। তারা গ্রেপ্তারের আওতা থেকে কীভাবে বাইরে থাকে? এরা শাস্তির আওতায় না এলে কীভাবে হবে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মূল দায়িত্ব পালন করুন।’