বিসিএস ৩৪তম ব্যাচের অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা কমিশন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন সভাপতি কমিটির নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় জানান, এ কমিটি জুলাই স্পিরিট কে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করবে। আর সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্যকে প্রশ্রয় দেব না। নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি