রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শুরু হয় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, যা পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক, এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জাফরি আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে শুনেছি।