বর্তমানে ৪৯ শতাংশ মৃত্যু নিবন্ধন হচ্ছে। মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার ১ শতাংশেরও নিচে। আর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার ৫৪ শতাংশ। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ডিসেমিনেটিং ইনফরমেশন অন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস)’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি সংস্থা নারী মৈত্রী এবং গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
স্বাগত বক্তব্য রাখেন, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি। কর্মশালায় গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, সিআরভিএসের কান্ট্রি কোঅর্ডিনেটর নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বী প্রমুখ বক্তৃতা করেন।