জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে এ নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গতকাল সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ বাড়ানো হয়েছে। এই রোগীরা এখন খাবার বাবদ জনপ্রতি ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকার খাবার পাবে। এই বরাদ্দ আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।