শুক্রবার যুক্তরাষ্ট্রের সাড়ে ৩ হাজার মসজিদে তারাবি নামাজ আদায় ও সাহরি খাওয়ার মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান পালন। মসজিদ কমিটির নেতারা এ সংবাদদাতাকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ সত্ত্বেও তারাবিতে উপস্থিতি ছিল ব্যাপক। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মসজিদের আশপাশে নিরাপত্তার পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। কমিউনিটির পক্ষ থেকেও মুসল্লিদের নির্জন এলাকা পরিহার করার আহ্বান জানানো হয়েছে।
কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটির দেড় শতাধিক মসজিদসহ আমেরিকার ৩ হাজারের মতো মসজিদেই রোজাদারের মধ্যে ইফতার পরিবেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। কোনো কোনো মসজিদে ব্যাচেলরদের জন্য সাহরির ব্যবস্থাও রয়েছে। পবিত্র রমজানে মুসলিম কমিউনিটিতে সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধনের এ দৃষ্টান্ত মার্কিন সমাজে প্রশংসিত হয়েছে।
এ ছাড়া নিউইয়র্ক সিটির বাংলাদেশি ও পাকিস্তানি প্রতিটি রেস্টুরেন্টেই হ্র্সাকৃত মূল্যে ইফতারি বক্স বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। যদিও ইফতারির জন্য প্রতিটি পণ্যের দামই গত বছরের তুলনায় ৪০% বেড়েছে। তারপরও রোজাদারদের সামর্থ্য বিবেচনায় রেখে গ্রোসারি এবং রেস্টুরেন্টগুলো এ মূল্যহ্রাসের ব্যবস্থা করেছে বলে জানান ব্যবসায়ী নেতারা।