বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগ বিভিন্ন মহলের। যার কারণে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস-সংবলিত মুক্তিযুদ্ধের বই খুঁজছে স্টল ও প্যাভিলিয়নগুলোতে। ইতিহাসের বিকৃতি ও বিভ্রান্তি দূর করতে পাঠকদের মাঝে মুক্তিযুদ্ধের বইয়ের আগ্রহ লক্ষ্য করা গেলেও প্রকাশনার দিক থেকে গত পাঁচ বছরের তুলনায় এবার মুক্তিযুদ্ধের বইয়ের সংখ্যা পিছিয়ে রয়েছে? বাংলা একাডেমির জনসংযোগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত পাঁচ বছরে বইমেলায় মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশ হয়েছে ৪৬০টির মতো নতুন বই। ২০২০ থেকে ২৩ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ২৮৭টি। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বইমেলায় প্রকাশ হয়েছে ১৭৩টির মতো। আর এবারের মেলায় গত ২৩ দিনে মুক্তিযুদ্ধের বই এসেছে মাত্র ১৩টি। যা গত বছরের তুলনায় একেবারেই নগণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- ঐতিহ্য প্রকাশিত মনজুরুল হকের ‘পৃথিবীর পথে পথে লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস (দ্বিতীয় পর্ব)’, ইয়াসমিন সুলতানার ‘মুক্তিযুদ্ধ ১৯৭১ বীর সালাহউদ্দিন’, আগামী এনেছে মো. মোজাম্মেল হকের ‘১৯৭১ : দিনপঞ্জি’, রফিকুর রশীদের ‘মুক্তিযুদ্ধের কিশোরগল্প’, ফরিদা আখতার সম্পাদিত ‘নারী মুক্তিযোদ্ধা’, মেজর (অব.) নাসির উদ্দিনের ‘মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে’, আরেফিন বাদলের ‘মুক্তিযুদ্ধ একাত্তর বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি ভাসানীর কনফেডারেশন থিওরি’, অপূর্ব শর্মার ‘মুক্তিসংগ্রামে নারী’, ড. মোহাম্মদ জহুরুল ইসলামের ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা’, মাওলা ব্রাদার্স এনেছে কাজী রেহানা মাসুদের ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’, সিরাজ উদ্দিন সাথীর ‘মুক্তিযুদ্ধের ভিতর বাহির’, গ্রন্থিক প্রকাশন এনেছে সাদিয়া সুলতানার ‘আগুনভাঙা ফুল’ ও গাঙচিল প্রকাশন এনেছে অধ্যক্ষ খান আখতার হোসেনের ‘চুকনগর গণহত্যা’ ইত্যাদি। এদিকে, গতকাল সোমবার বইমেলার ২৪তম দিনে লোকসমাগম ছিল অন্যান্য দিনের তুলনায় খুবই কম। লোক সমাগম কম থাকায় এদিনের মেলা ছিল ধূলোমুক্ত। তবে এদিনের মেলায় আগতদের প্রায় সবার হাতেই ছিল বই।
মা. হান্নান মিয়াজীর কাব্যগ্রন্থ ‘রক্তে ফুটে ফুল’, ত্রয়ী প্রকাশন থেকে বের হয়েছে। প্রচ্ছদ তৈরি করেছেন মো. শাহ-রিয়ার হাসান (শিহাব)। মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। লেখক বইটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশের জন্য জীবনদানকারী সব শহীদের স্মরণে উৎসর্গ করেছেন। ৬২টি কবিতার সমন্বয়ে বইটিতে সংগ্রাম, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, গ্রাম্য ও শহুরে জীবনের বাস্তবতা, প্রকৃতির নৈসর্গিক রূপ, কবি তার ভালোবাসার রং দিয়ে বুনন করেছেন। আমীন আল রশীদের ‘সংসদীয় বিতর্ক’ মাতৃভাষা প্রকাশ থেকে বইমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণাধর্মী বই ‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক : জাতীয়তাবাদ, বাকশাল, রাষ্ট্রধর্ম ও অন্যান্য’। স্বাধীনতার পরে সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১২টি সংসদের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে এই বই। গতকাল অমর একুশে বইমেলার ২৪তম দিনে নতুন বই এসেছে ৯৮টি। আর গত ২৪ দিনে মোট নতুন বই প্রকাশ হয়েছে ২ হাজার ২১৩টি।
মূল মঞ্চ : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন-আকাক্সক্ষার নাট্যকলা-যাত্রা : ঐতিহ্যের পরম্পরায় জাতীয়তাবাদী শিল্পরীতি এবং অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশগ্রহণ করেন শাহমান মৈশান। সভাপতিত্ব করেন মিলনকান্তি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফাতেমা তামান্না, টোকন ঠাকুর এবং মো. কামাল হোসেন। সংগীত পরিবেশন করেন আহমেদ শাকিল হাসমী, মো. ইকবাল হোসেন, শহ আল চৌধুরী বিমল দাস, দিপা আফ্রিদি, রোমানা আক্তার, মিসেস খালেদা বেগম, রাতুল শাহ, শেলী চন্দ, আঞ্জুমান আরা শিমুল, মো. খালেদ মাহমুদ মুন্না, আজমা সুরাইয়া শিল্পী, নাফিসা ইসলাম ফাইজা।