ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাজি শরীয়ত উল্লাহর জমানায় ব্রিটিশরা কৃষকদের ওপর জুলুম করত। ব্রিটিশরা কৃষকদের জোর করে নীল চাষ করাত আর সেই নীল কম দামে কিনে নিত। তাতে কৃষকরা মজুরিও পেত না। সেই জুলুমের বিরুদ্ধে ফরায়েজী আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন হাজী মোহাম্মদ শরীয়ত উল্লাহ। তিনি এই বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার হাজি শরীয়ত উল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদরাসার ৮০তম ফরায়েজী আন্দোলনে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজি শরীয়ত উল্লাহ সাহেবের অবদান, পীরসাহেবের অবদান। এ সময়ের ইতিহাস মানুষ ভুলে গেছে। আবার এ ইতিহাসকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে।