জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, আমাদের সীমান্তে রক্ত ঝরছে। সীমান্তের কাঁটাতারে আর কোনো ফেলানীর লাশ দেখতে চাই না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তার জন্য সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা কৃতজ্ঞ। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের মাথা বিক্রি করে দিতে পারি না। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। আমাদের বন্ধুত্ব হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। নেত্রকোনার মোক্তারপাড়া খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে শুক্রবার বিকালে সাহিত্য সমাজ আয়োজিত ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, কবিতায় বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে পুরস্কার পান হাসান হাফিজ। সভাপতিত্ব করেন সাহিত্য সমাজের সভাপতি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন সদস্যসচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
সভাপতিত্বে সদস্যসচিব তানভির জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, মরহুম খালেকদাদ চৌধুরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, বাউল রশীদ উদ্দিন অ্যাকাডেমির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিদ্দিকসহ অন্যরা। এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুম।
উল্লেখ্য, কবিতায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পান হাসান হাফিজ। আরও বলেন, জাতীয় বিভিন্ন পুরস্কার নিয়ে বিতর্ক থাকলেও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার নিয়ে তেমনটি নেই। তাই আমি এসেছি।
তিনি বলেন, লোকসংগীত-লোকসাহিত্য হচ্ছে সভ্যতার ঐতিহ্যের আত্মা। সব কিছু নিয়ে নেত্রকোনা অনন্য স্থান দখল করে আছে। তাই নেত্রকোনাকে সংস্কৃতির রাজধানী ঘোষণা করা দরকার বলে তিনি মনে করেন।