সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গতকাল রাজধানীর উত্তরা থেকে আটক করে ছাত্র-জনতা উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সেসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।