আবহাওয়ার সংবাদ প্রকাশ ও সম্প্রচারে আরও অধিক সতর্কতা অবলম্বন করতে গণমাধ্যমকে পরামর্শ দিলেন আবহাওয়াবিদরা। তাঁরা বলেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী শুধু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরই পারবে তথ্য দিতে। সে তথ্য প্রচার করতে হবে। এর বাইরে অন্য কেউ আবহাওয়ার তথ্য দিলে সেটি সঠিক না-ও হতে পারে। এতে সমূূহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে সাংবাদিকগণের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জহিরুল ইসলাম।