মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে মরণোত্তর খেতাব দেওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া বরিশাল সেনানিবাস ও বিমানবন্দরের নাম তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের ৮৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন বক্তারা। জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বরিশালের উজিরপুর উপজেলায় মেজর এম এ জলিল নুরানি ও হাফেজি মাদরাসায় এ আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন মেজর এম এ জলিলের জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. আবদুর রহিম সিকদার।
বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল বাংলাদেশের সর্ববৃহৎ সেক্টর বরিশাল, পটুয়াখালী, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ ও যশোরের কিছু অংশ নিয়ে নবম সেক্টরের কমান্ডার ছিলেন। তাঁর অধীনে ৮০ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন। তাঁকে কোনো সম্মাননা দেওয়া হয়নি। তাই তাঁর মরণোত্তর খেতাবসহ তাঁর নামে বরিশাল সেনানিবাস ও বিমানবন্দর নামকরণের দাবি জানান।