চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেনসিডিলসহ আজিম উদ্দিন (২৩) ও সৌরভ চৌধুরী (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব। নগরীর পাহাড়তলী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।