বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও তাঁর কার্যালয়ের প্রবেশ গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। পরে তাঁর দপ্তরের সামনে গিয়ে প্রবেশ গেটে তালা দেওয়া হয়।
এর আগে গত ২৭ নভেম্বর বিভিন্ন অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় তাঁর কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য এক মাসের সময় নেন তিনি।
শিক্ষার্থীরা দাবি করেন, এক মাসের স্থলে আরও বেশি সময় পার হলেও সেই দাবিগুলোর বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন। এ ছাড়া তিনি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ভিসিবিরোধী একটি আন্দোলন হয়েছিল। সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভিসি বলেছিলেন, তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথাই রাখেননি। সেই ভিত্তিতেই আমাদের এ অবস্থান কর্মসূচি। আমাদের আজকের অবস্থান এক দফা, এক দাবি ভিসির পদত্যাগ।
তিনি বলেন, ভিসি সিন্ডিকেট সভা থেকে অবৈধভাবে দুজন সিন্ডিকেট সদস্যকে বাতিল করেছেন। এমন একটি কাজ তিনি করেছেন বা করতে যাচ্ছেন, যা আমরা মেনে নিতে পারছি না।