অবৈধ সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বিভিন্ন জেলায় রাজস্ব কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করে মাঠপর্যায়ে এ অভিযান চালানো হচ্ছে। চলতি বছর জানুয়ারি মাসে অভিযান হয় ৫২টি। এতে ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম) ২৪টি, রাজশাহী ১৭টি, ঢাকা (পূর্ব) চারটি, কুমিল্লা দুটি, রংপুর একটি অভিযান পরিচালনা করে। অন্যদিকে ১ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১০ দিনে অভিযান হয়েছে ১০৭টি। অভিযানের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট অভিযান হয় ৩০টি। ১০ ফেব্রুয়ারি অভিযান হয় ২৩টি।
১১ ফেব্রুয়ারি সারাদেশে সবগুলো কমিশনারেট মোট ৫৪টি অভিযান পরিচালনা করে। এর মধ্যে ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) চারটি, ঢাকা (উত্তর) একটি, ঢাকা (পশ্চিম) ১০টি, চট্টগ্রাম ১২টি, রাজশাহী ১২টি এবং কুমিল্লা তিনটি অভিযান পরিচালনা করে।