কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় বৈদ্যুতিক ফাঁদে পড়া একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৭টায় মৃতদেহটি উদ্ধার করে বন বিভাগ। উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক ৪৫ বছর বয়সি হাতিটি রাতে মারা যেতে পারে। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বন বিভাগের একাধিক সূত্র জানায়, ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাদদেশের একটি তামাক খেতের কিনারে ভোরে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক খেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণ থেকে তামাক খেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।