রাজধানীর বারিধারা জে-ব্লকে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে পড়ে একটি তেলের লরি। এ ঘটনায় নিহত হয়েছেন এক যুবক (২৫)। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গাড়িও। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লরিটি জব্ধ এবং চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে। সূত্র জানায়, জে-ব্লকে পদ্মা অয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এ-ওয়ান গাড়ির শোরুমের ভিতরে ঢুকে যায়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই যুবককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার এসআই আশরাফুল জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। চালক ইব্রাহিমকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।