আগের দিন দরপতন হলেও সপ্তাহের দ্বিতীয় দিনে উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। বেড়েছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে মূল্যসূচক। ডিএসইতে সব মিলিয়ে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির। এ ছাড়া ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনে শীর্ষে ছিল বিচ হ্যাচারির শেয়ার। দ্বিতীয় স্থানে বিডি থাই অ্যালুমিনিয়াম।
শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৯ টাকার। এ ছাড়া ৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে এক পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫ কোটি ৩০ লাখ টাকা।