সিলেটে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গত রবিবার রাতে সিলেটের এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। অটোরিকশায় করে মাদক পরিবহনের সময় আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের জসিম উদ্দিন (২৬) ও দরাকুল গ্রামের মিজান (২৯)। এ ছাড়া রবিবার রাত ১০টার দিকে ওসমানীনগর থানার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে পিকআপে করে পাচারকালে ১৬ কেজি গাঁজাসহ ঢাকার বাড্ডার মো. কাশেম শেখকে (৪৬) আটক করা হয়।