জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, ১৬ বছরে আমরা কিছু করতে পারিনি, যারা করেছে তাদের সুযোগ করে দিতে হবে। সরকার পতনের পর দেশে তিন থেকে চার দিন কোনো সরকার ছিল না। তখন ছাত্ররা দেশ চালিয়েছে। সেই সময় তেমন অপরাধ হয়নি, রাস্তায় ট্রাফিক ছিল না। এগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। এসবকে স্ট্রাকচারাল মর্যাদা দিতে হবে। আজকে যারা যুবক তারাই কিন্তু নেতৃত্বে আসতেছে। গতকাল সকালে রংপুর স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, অনেক দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি রয়েছেন যারা যুবক। দেশের শিল্প-সাহিত্যে যুবকদের কথা বলা হয়েছে। যুদ্ধ ক্ষেত্রে যুবকরা লড়াই করে। ব্রিটিশ আমলে প্রথম সিভিল সার্ভিসে প্রবেশের বয়স ছিল ১৯ বছর। আর আমরা আন্দোলন করে ৩২ এ নিয়েছি। এখনো ৩৫ করার দাবি জানানো হচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আবদুল্লাহ খান প্রমুখ।