চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড পিস্তলের গুলিসহ আবদুস সাত্তার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শীলকূপ টাইম বাজার কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুস সাত্তার উপজেলার মনকিরচর কালু চেরাং পাড়ার বজল আহমেদের ছেলে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি মো. আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।