‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’ প্রতিপাদ্যে কাল ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব ২০২৫। ওইদিন সকাল ৯টায় উৎসব চত্বর থেকে শহীদ মিনার অভিমুখে একটি র্যালি বের করা হবে। এরপর কবি কাজী নজরুল ইসলাম এবং পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। পরে সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূল আলোচক থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।
জাতীয় কবিতা উৎসবের দুই দিনেই থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আয়োজক জাতীয় কবিতা পরিষদের সঙ্গে সংশ্লিষ্টরা।
এতে বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, কবি শ্যামল জাকারিয়া, কবি নুরুন্নবী সোহেল, কবি কামরুজ্জামান, কবি রফিক হাসান, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশিদ, কবি রোকন জহুর প্রমুখ।