চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে জব্দ ৪ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ৬ বিজিবি সদর দপ্তরে গতকাল সকালে এসব মাদক ধ্বংস করা হয়। বিভিন্ন সীমান্ত থেকে এক বছরে এগুলো জব্দ করা হয়েছিল।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৯ হাজার ২৭৯ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল বিদেশি মদ, ২০ বোতল বিয়ার, ১৭২ কেজি গাঁজা, সাড়ে ৯ কেজি হেরোইন, আড়াই কেজি কোকেন, ২০৯ পিস ইয়াবা, ১১ হাজার ৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশাজাতীয় ইনজেকশন।
মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান, মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুর রহমান, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শিরীন আক্তার।