মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০১৮ সালে মতিঝিল থানায় এ মামলা করে র্যাব। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। পরে শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের কোনো উপাদান না থাকায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারে ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড করপোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগ পায় র?্যাব-৩। সংবাদ পেয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর র?্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ইউনাইটেড এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদুল হাসানের ভাগনে এ এম হায়দার আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ এবং ছয়জনকে আসামি করা হয়।