সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির একটি দোকান থেকে চুরি হওয়া ২৫০ ভরি স্বর্ণ উদ্ধারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল সিলেট নগরীর বন্দরবাজারে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজুস সিলেট জেলা শাখার নেতারা এ আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ জানুয়ারি জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির চতুর্থ তলার নূরানী জুয়েলার্সের তালা ভেঙে প্রায় ২৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় জুয়েলার্সের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করলেও এখনো চোরচক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার কিংবা চুরি হওয়া স্বর্ণ উদ্ধার হয়নি।
বাজুস নেতারা বলেন, মামলা দায়েরের পর দফায় দফায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে চোর শনাক্ত হয়েছে; শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিলেও দৃশ্যত কোনো কাজ হয়নি। এ অবস্থায় নেতারা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধার না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর। উপস্থিত ছিলেন বাজুস সিলেট জেলা শাখার সহসভাপতি আবদুল কাদির মল্লিক, সহসম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।