কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাঁকে অব্যাহতি দেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিংকু। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সবাইকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।